প্রিয় পাঠক আসুন আমরা একে অপরকে উপদেশ দেই হকের এবং ধৈর্যের

 যারা আমার লেখা পাঠ করে নিয়মিত তাদেরকে আমি কল্যানের নিয়তে কিছু উপদেশ দিচ্ছি---

১।পাচ ওয়াক্ত নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন।

২।জীবনে যত পরিক্ষাই আসুক ধৈর্যহারা হবেন না,নিরাশ হবেন না,আপনি নিজে আপনার কল্যান অকল্যান জানেন না।কিসে আপনার কল্যান হবে আর কিসে অকল্যান এটা আপনার থেকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি ভালো জানেন।

৩।অসাধ্য বিষয় সাধন করতে যাবেননা,যেমন অন্তরের ওয়াসওয়াসা দূর করা,শয়তানকে চিরতরে বিতারিত করা,এগুলো সাধ্যাতিত ব্যাপার।সৃষ্টিকর্তা শয়তানকে ক্ষমতা দিয়ে দিয়েছেন,সে মানুষের রগে রগে চলতে পারবে,সুতরাং সে মানুষকে বিভিন্ন সন্দেহ সংশয়ে ভুগাবে,কষ্ট দিবে।আসলে এগুলোর কোনো পরোয়া করতে নেই।শয়তান শয়তানের কাজ করতে থাকুক আর আমি আমার কাজ করতে থাকি,যা হওয়ার তা হবেই,এই মনোভাব নিয়ে চলা উচিত।


আমি নিজের কথাই বলি,আমাকে শয়তান অনেক ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে,যেমন--

সুলাইমান!এত ইবাদত করে কি লাভ হবে, হয়ত আ্ল্লাহ তায়ালা তোমার জন্য জাহান্নামই রেডি রেখেছেন,তখন তো এই ইবাদত গুলো বিফল হয়ে যাবে।তোমার কষ্টই বেকার যাবে।


এরকমভাবে মনের মধ্যে বিভিন্নভাবে ধোকা দিতে থাকে।আমি ওসবের দিকে কোনো ভ্রক্ষেপও করিনা।শয়তানের ওয়াসওয়াসার কোনো উত্তরও না দেওয়ার চেষ্টা করি,আবার যুক্তিসংগত উত্তরও দিয়ে দেই।শয়তান সেই উত্তর মেনেও নেয়।আবার ভিন্নভাবে ধোকা দেওয়ার ফন্দি আঁটে। আসলে শয়তান সুযোগের অপেক্ষায় থাকে,যখনই সুযোগ পায় তখনই ধোকা দেওয়ার চেষ্টা করে।


Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment