মায়ারিফ আল হাকিকত(১ম পর্ব:তওবা)
হাকিকাতুল মায়ারিফ
১ম পর্ব তওবা
তওবা কি?
তওবার আভিধানিক অর্থ প্রত্যবর্তন করা।পারিভাষিক অর্থে তওবা হল আল্লাহ তায়ালা নারাজ হন এমনসব কাজএকে একে পরিত্যাগ করতে থাকা।
সাধারন মানুষের তওবা:
সাধারন মানুষ সাধারনত পাপকাজ থেকে তওবা করে থাকেন।আর বিশেষ মানুষ তওবা করেন অলসতা উদাসিনতা থেকে।
সাধারন মানুষের দ্বারা গর্হিত কাজ হয়ে যায়।এধরনের মানুষ অধিকাংশ সময় আল্লাহ তায়ালা থেকে গাফেল বা উদাসিন থাকে।তারা উদাসিন থাকার কারনে আল্লাহ তায়ালার ধমক শুনতে পান না।কিন্তু আরিফ অথবা সালিকরা কোনো গর্হিত কাজ করলে সাথে সাথে আল্লাহ তায়ালার ধমক শুনতে পান,যেকারনে তারা গর্হিত কাজ থেকে বিরত থাকেন।
তওবা কিভাবে করতে হয়?
তিনটি শর্ত যদি পাওয়া যায়,তাহলে তওবা পরিপূর্ণ হবে,
১।তৎক্ষনাৎ গুনাহ ছেড়ে দেওয়া।
২।অনুতপ্ত হওয়া,লজ্জিত হওয়া,দুঃখ পাওয়া।
৩।ভবিষ্যতের জন্য দৃঢ়তা সহকারে অঙ্গিকার করা এই গুনাহ আর জীবনে করবনা।
অনুতপ্ত কিভাবে হতে হয়?
=উল্লেখ্য যে বড় ধরনের ক্ষতি না হলে কেউ অনুতপ্ত হয়না।কারো ১ লাখ টাকার একটা আইফোন চুরি হয়ে গেলে সে অনুতপ্ত হয়।কিন্তু মসজিদ থেকে জুতা চুরি হয়ে গেলেও অনুতপ্ত হয়,তবে একটু কম!
আইফোন চুরি হয়ে গেলে যত অনুতপ্ত হয় জুতো চুরি হলে তত অনুতপ্ত হয়না।
গুনাহের ব্যাপারটাও এমন।ছোটখাটো গুনাহ হলে তেমন অনুতপ্ত হয়না,বড় ধরনের গুনাহ করলে একজন মুমিন যেই পরিমান অনুতপ্ত হয়।
আরিফদের অনুতাপ কেমন?
আরিফদের অনুতাপ খুবই ভয়ংকর।আরিফরা যখন কান্না করে,তখন তাদের সাথে সাথে আসমান জমিনও কান্না করে।আরিফরা যখন হাসে তখন পুরো জগত হাসে।আরিফরা যখন মারা যায়,তখন পুরো জমিন তাদের বিচ্ছেদ যন্ত্রনায় কান্না করে।
আরিফদের অনুতাপ ভয়ংকর কেন?
তুমি দেখো!একটা আইফোন হারিয়ে গেলে কত অনুতাপ হয়।আরিফরা যেই নেয়ামত পেয়ে থাকেন তা বিরাট বড় নেয়ামত।সেটা হারিয়ে গেলে তাদের অনুতাপও হয় বিরাট বড়।
জান্নাতে আরিফদের মকাম কি?
জান্নাতে আরিফরা বিশেষ মকামে থাকবে।
0 comments:
Post a Comment