আত্মার রহস্য ও আত্মশুদ্ধির পথ :লোকালয় ছেড়ে যাও গভীর বনে

 অধ্যায়: অন্তর্জগতের নিঃশব্দ আহ্বান


লোকালয়ের কোলাহল, জীবনের ব্যস্ততা ও বৈষয়িক টানাপড়েন মানুষের হৃদয়কে ধীরে ধীরে নিষ্প্রাণ করে তোলে। অথচ সেই হৃদয়ের গভীরেই প্রভুর সঙ্গে সংযোগের দরজা খোলা থাকে সবসময়। এই দরজায় কড়া নাড়তে হয় নির্জনে, নীরবে, আত্মসমীক্ষার মাধ্যমে।

দরবেশরা বলেন—হৃদয়ের ব্যথা মানুষ নয়, একমাত্র আল্লাহই জানেন। তিনি শোনেন, বোঝেন এবং উপশম দেন। তাই অন্তরকে পরিচ্ছন্ন করতে হলে দুনিয়ার অপ্রয়োজনীয় ভার ঝেড়ে ফেলে, অল্পে তুষ্ট থাকতে হয়; নিজের ভেতরেই সন্ধান করতে হয় অনন্ত ভালোবাসার।

এই অধ্যায়ে একটি কবিতার মাধ্যমে সেই নিঃশব্দ পথচলারই আহ্বান জানানো হয়েছে—যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় প্রভুর সান্নিধ্যে, এবং প্রেমই হয় তার একমাত্র পথ ও সম্বল।


লোকালয় ছেড়ে যাও গভীর বনে 

লোকালয় ছেড়ে যাও গভীর বনে 
মনে মনে কও কথা প্রভুর সনে 
হৃদয়ের যত ব্যাথা শুনাও তাকে,
তিনি ছাড়া ব্যাথাদূর কে করিতেপারে
মগ্ন হও নিরবধি হৃদয়ের ধ্যানে
হৃদয়ের সাফাই যদি চায় মনে,
জরুরি কাজ ছাড়া সব বাদ দাও
যতটুকু প্রয়োজন ততটুকু খাও।।
একথা আমার  নয় দরবেশরা কয়
দরবেশদের কথা কভু বানোয়াট নয়
মানবের হিত সাধন কর সদায়
দয়া মায়া দিয়ে কাছে নিবেন তোমায় 
নত নাহি হবে কভু সৃষ্টির পায়
নিজেকে হারাও সুধু ভালোবাসায়।।

Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment