চূড়ান্ত সফলতার ডাক ১ম পর্ব :তওবা

 চূড়ান্ত সফলতার ডাক ১ম পর্ব

তওবা

তওবা হলো এলমে মারেফাতের প্রথম ঘাটি,আবার এটাই শেষ ঘাটি।বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষই তওবা থেকে অমুখাপেক্ষী হতে পারেনা।

নবিজি সাল্লাল্রাহু আলাইহি ওয়া সাল্লাম দৈনিক সত্তর থেকে একশত বার তওবা করতেন।

একটি সহিহ হাদিসে আছে,প্রত্যেক আদম সন্তানই গুনাহগার,গুনাহগারদের মধ্যে উত্তম সে যে তওবা করে।

তওবা কি?

তিনটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে তওবা পূর্ন হবে,এর কোনো একটি শর্ত অনুপস্তিত থাকলে তওবা হবেনা,

১।তৎক্ষনাৎ গুনাহ ছেড়ে দেওয়া।

২।গুনাহের জন্য মনে মনে লজ্জিত হওয়া,অনুতপ্ত হওয়া,এস্তেগফার করা।

৩।ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প অথবা অঙ্গিকার করা,যে এই গুনাহ জীবনে আর কোনোদিন করবনা।(দেখুন,এহইয়া,তবলীগে দ্বীন)

যদি আবারও গুনাহ হয়ে যায় তাহলে আবারও তওবা করতে হবে।

তওবার প্রকারভেদ:

বিভিন্ন মানুষের জন্য তওবাও বিভিন্ন রকম হয়।

সাধারন মানুষ সুধু পাপ থেকে তওবা করেন।আর বিশেষ মানুষেরা অথবা আরিফরা অলসতা উদাসিনতা থেকে তওবা করেন।

সাধারন মানুষের তওবা,

যারা আরিফ নয়,তাদের দ্বারা পাপ কাজ হয়ে যায়,তারা পাপ থেকে তওবা করেন,

এরা হলো আসহাবুল ইয়ামিনদের দল। আসহাবুল ইয়ামিনদের মধ্যেও মর্যাদায় অনেক তারতম্য রয়েছে,সবার মর্যাদা সমান নয়,কারো মর্যাদা বেশি আবার কারো কম।সুতরাং যার যার মর্যাদা অনুযায়ী তওবাও সেরকমই হয়ে থাকে।

আরিফদের তওবা

আরিফদের তৌবা বিস্ময়কর। তারা সাধারন মানুষের মতো পাপে লিপ্ত হয়না,তাহলে তারা কি থেকে তওবা করেন।

ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির তবলীগে দ্বীন কিতাবে আছে,(আমি স্মৃতিশক্তি থেকে লিখছি,হুবহু কিতাবের উদ্ধৃতি নয়)

আরিফরা একঘাটি থেকে অন্য ঘাটিতে প্রত্যাবর্তন করতে থাকেন।যখন তারা নিন্ম জগত থেকে উঁচু জগতের দিকে ভ্রমন করেন,তখন তারা নিন্ম ঘাটি বা নিন্ম জগত থেকে তওবা করতে থাকেন।তারা প্রতি মুহুর্তে আগের মূহুর্তের থেকে একধাপ এগিয়ে যান।এবং সামনে এমন আলো দেখতে পান,সেই আলোর তুলনায় পেছনের ঘাটিগুলো অপূর্ণাঙ্গ মনে হয়,এবং এতদিন তারা এই আলোতে না এসে নিজের ক্ষতি করেছেন এমন একটা অনুভব অনুশোচনা তৈরি হয়।হাকিকতে এটাকেই তওবা বলা হয়।নবীজি যে সত্তর থেকে একশতবার তোওবা করতেন,তার রহস্য এটাই ছিলো,কারন নবীজির দ্বারা বায্যিক কোনো গুনাহ হতোনা,অভ্যান্তরিন গুনাহ থেকেও তিনি পবিত্র ছিলেন।তাহলে তিনি কি থেকে তওবা করবেন।উত্তর সেটাই যা আগে বললাম।



Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment