গত জীবনের ইতিহাস (((৩)))

হারানো জীবনের স্মৃতিচারণ (((৩))) ২০১৪ সালে আমি এবং আমার বোন পিতা মাতার কাছে চলে আসি,ঢাকার নবাবগঞ্জে,যেখানে আমার পিতামাতা পূর্ব থেকেই ছিলো। সেখানে কিছুদিন যাওয়ার পর বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাইস্কুলে ভর্তি হই ক্লাস এইটে। ২০১৪ এবছর আমি ক্লাস এইটে পড়ি।নতুন জায়গা,সবকিছুই নতুন,মানসিকভাবে আমি আনইজি ফিল করেছিলাম,প্রথম প্রথম,পরে ঠিক হয়ে গিয়েছিলো। প্রথম প্রথম স্কুলে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে যাওয়ার দশা।ক্লাসে একপাশে ছেলে আরেক পাশে মেয়েরা বসত।প্রাইমারি স্কুলে এটা স্বাভাবিক হলেও উচ্চ মাধ্যমিক স্কুলে ছেলে মেয়ে একসাথে বসানো কতটা যুক্তিসংগত তা বুদ্ধি বেঁচে খাওয়া বুদ্ধিজীবিরা ভালো জানেন। সহশিক্ষা কেন অস্বাভাবিক? সহশিক্ষা অস্বাভাবিক হওয়ার মূল কারন হল—এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাছাড়া ইসলামের মৌলিক একটি আদর্শ চরমভাবে লঙ্ঘন হয়,অবহেলিত হয়।ছেলেরা যখন মেয়েদেরকে দেখে তখন স্বাভাবিক ভাবেই উত্তেজিত হয়।মেয়ে না পাওয়ার অভাবে হস্তমৈথুনে আসক্ত হয়ে যায়,শারীরিক মানষিক ভাবে বেঙে পড়ে অধিকাংশ ছাত্ররাই।মেয়েদের সমস্যা কম হয়,যেহেতু মেয়েদের উত্তেজিত হতে সময় লাগে।কিন্তু ছেলেদের পড়ালেখা এবং স্বাস্থের বারোটা বেজে যায়।এজন্যই সহশিক্ষা অস্বাভাবিক।বুদ্ধি বেঁচে খাওয়া বুদ্ধিজীবিদের উচিত এইসব বিষয়ে ভাবনা চিন্তা করা।কিন্তু তাদের বুদ্ধি এত বেশি যে এসমস্ত নিন্মমানের বুদ্ধি সেখানে জায়গা পায়না। প্রথম প্রথম আমার অভিজ্ঞতা : ক্লাসে ঢুকা মাত্রই একটা মেয়ে আমার দিকে এগিয়ে এলো,নাম জিগ্যেস করলো।তারপর বলল,আমরা নতুন একটি বন্ধু পেয়েছি। আমি ক্লাস এইট নাইন এই দুই বছর খুবই ভবঘুরে টাইপের ছিলাম।স্কুল ফাঁকি দিতাম।যেখানে সেখানে ঘুরতে চলে যেতাম।নবাবগঞ্জ থেকে মৈনট ঘাটের দুরুত্ব প্রায় বিশ কিলোমিটারের বেশি।তারপরও সাইকেল নিয়ে সেখানে চলে যেতাম কয়েকজন মিলে। খেলাধুলার প্রতিও ছিলো প্রচন্ড আকর্ষন।ফুটবল ক্রিকেট সব খেলতাম।মোটামুটি ভালো খেলোয়ার ছিলাম। যাদের সাথে পরিচয় ঘটেছিলো সমবয়সী কয়েকজন— ১।রুহুল,।২।আমানুল্লাহ ৩।মিজান ৪।জহিরুল ৫।সিরাজ,৬।মিরাজ। ৭।আরিফ ৮।আশরাফুল। আরিফ, আশরাফুল মাদরাসায় পড়ত।জহিরুল,সিরাজ, মিরাজ আমার সাথেই পড়ত তবে জে এস সি পরিক্ষায় তিনজনই ফেল করেছিলো।সুতরাং আমি ওদের এক ক্লাস উপরে উঠে গিয়েছিলাম। বিশ্বকাপ ফুটবল খেলার সময় মারামারি— ফুটবলে আমি একা ব্রাজিলের সাপোর্ট করতাম,আর ওরা সবাই ছিলো আর্জেন্টিনা।আমার সাথে ওদের প্রাইই মিষ্টি ঝগড়া লাগতো এটি নিয়ে।সেগুলো এখানে লিখে কোনো লাব নেই। পরের পর্বে আবার দেখা হবে—
Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment