সালিকগনের কেয়ামত দুনিয়া থেকেই এক প্রকার শুরু হয়ে যায়
সবার কেয়ামত মৃত্যুর পরে নির্দিষ্ট দিনে শুরু হবে, আর সালিকগনের কেয়ামত যেদিন থেকে তারা মাহবুব আল্লাহকে চায় সেদিন থেকেই শুরু হয়ে যায়।
হে ভাই যদি আরো শুনতে চাও,বলছি শুনো—
সবার জান্নাত জাহান্নামতো হিসাব নিকাশের পরে হবে,আর যারা আল্লাহকে চায়,তাদের জান্নাত জাহান্নাম দুনিয়া থেকেই শুরু হয়ে যায়।
ব্যাখা:হাকিকি জান্নাত জাহান্নাম তো পরকালেই পাওয়া যাবে,কিন্তু সালিকগন দুনিয়াতেই যে জান্নাত জাহান্নাম লাভ করেন সেটা ভিন্ন প্রকারের।
অনুরুপভাবে সালিকদের পুলসিরাতও দুনিয়া থেকেই শুরু হয়ে যায়।
ব্যাখা:দুনিয়াতে সিরাত্বল মুসতাকিমই আখিরাতে পুলসিরাত।সেই হিসাবেসিরাত্বল মুসতাকিমের উপর অটল থাকা মানে পুলসিরাতের উপর অটল থাকা।
দুনিয়াতে সিরাত্বল মুসতাকিম হল, কুরআন মাজিদে আছে
আর আমার আনুগত্য কর,এটাই সিরাত্বল মুসতাকিম।(ইয়াসিন)
সূফীগন বলেন,যেখানে আমি তাকে স্মরন করি,সেই জায়গাটাই জান্নাত।
বড়পীর (রহমাতুল্লাহি আলাইহি)বলেছেন,সালিকদের জান্নাত জাহান্নাম
দুনিয়াতেই পাঠিয়ে দেওয়া হয়।
আরিফরা দুনিয়া থেকেই এক প্রকার জান্নাতে ভ্রমন করেন যার প্রশস্থতা আসমান জমিন বরাবর,বরং তার থেকেও বেশি।
0 comments:
Post a Comment