বিরহ বিচ্ছেদে জ্বলতে থাকুক হৃদয় নিরন্তর

 ভূমিকা: বিরহ ও আত্মশুদ্ধি


মানব হৃদয় সহজে শান্ত হয় না। কখনো তা প্রেমে পূর্ণ হয়, কখনো বিচ্ছেদে দগ্ধ হয়। এই দহন, এই যন্ত্রণা অনেকের কাছে কেবলই কষ্ট হলেও, একজন আত্মসন্ধানীর জন্য তা হয় আত্মশুদ্ধির অনন্য উপায়। কেননা, যে হৃদয় দুনিয়ার মোহে পুড়ে ছাই হয়, সেই হৃদয়ই এক সময় আল্লাহর প্রেমে নিঃস্ব হয়ে ফিরে পায় প্রকৃত পরিপূর্ণতা।


প্রকৃত প্রেমিক সেই, যে বিরহের আগুনে জ্বলতে জানে—কিন্তু হায়াহ (লজ্জা), ইখলাস (নিষ্ঠা) ও সবর (ধৈর্য) নিয়ে। এই অধ্যায় সেইসব হৃদয়ের জন্য, যারা প্রেমের রূপ ধরে আত্মার মুক্তি খোঁজে। যারা বিচ্ছেদের বেদনাতেই রবের সান্নিধ্য অনুভব করে।


নিচের কবিতাটি সেই আত্মিক জ্বালার প্রতিচ্ছবি, যেখানে আগুন শুধু পোড়ায় না—গড়ে তোলে, পরিশুদ্ধ করে, আর অবশেষে আলোকিত করে।ব্যাথিত হৃদয়:যত জ্বলবে তত খাঁটি হবে।।


বিরহ বিচ্ছেদে জ্বলতে থাকুক হৃদয় নিরন্তর

জ্বলতে জ্বলতে একদিন পাবে একটি প্রশান্ত অন্তর। 

জ্বালাতে থাকো নিজেকে নিরবধি এক আগুনে,

যে আগুন জাহান্নামের থেকেও অধিক ভয়ংকর

যে আগুন অপূর্ণতাকে জ্বালিয়ে পরিপূর্ণ করে, 

যদি কারো প্রতি থাকে গভীর প্রেমের বন্ধন


হঠাৎ ভেঙে গিয়ে যদি শুরু হয় বিরহ ক্রন্দন।

তখনই হৃদয় দগ্ধ হতে থাকে এক আগুনে, 

যে আগুন দেখা যায়না,কিন্তু অনুভূত হয় হৃদয়ে

তুমি জ্বলতে থাক,যতক্ষণ না পরিপূর্ণ হতে পার

যেনে রেখ,যে কোনোদিন জ্বলেনি সেই আগুনে

সে কখনো পারবে না হতে তোমার মতো পূর্ণ ।।

পরিশেষে একদিন হবে তিক্ত যুগের সমাপ্তি

আনন্দিত হবে হৃদয়, এবং চোখে সজীবতার দৃপ্তি 



Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment