দুনিয়া এবং আখিরাতের চমৎকার উদাহরণ( ১)
এক জেলে বড়শিতে টোপ গেথে পানিতে ফেলেছে। এক লোভি মাছ টোপ গিলতে যাবে সেই মুহূর্তে একটি তত্বজ্ঞানি মাছ তাকে আটক করে বুঝিয়ে দিতেছে-
আরিফ মাছ: ভাই আমি তোমার হিতাকাঙ্ক্ষী। 11 নিঃসার্থ বন্ধু।আমার কথা শুনো,যদি তুমি বাঁচতে চাও।আমি বলছি তুমি এই টোপ খাবেনা।যদি খাও,তাহলে কঠিন ফান্দে আটকা পড়বে।
লোভি মাছ: তুমিও তো দেখছি আমার মতই
একটি মাছ।কিভাবে তুমি এটা জানতে
১ পারলে,নাকি নিজের স্বার্থে আমাকে
বাধা দিচ্ছ,যাতে তুমি টোপ খেতে পার।
তত্বজ্ঞানি মাছ :এমন কখনো নয় যে আমি তোমাকে বাঁধা দিব,অথচ আমি টোপ খাব।তুমিই তো দেখ কিভাবে আমি এসমস্ত টোপ খাওয়া থেকে পলায়ন করি।
লোভি মাছ:আচ্ছা শুভাকাঙ্ক্ষী ভাই,তুমি কিভাবে
জানতে পারলে যে এই খাবারে বিপদ
রয়েছে। অথচ আমি দেখছি খাবারটি
খুবই চমৎকার এবং লোভনীয়।এবং
তুমিও আমার মত মাছ বৈ নও।
আরিফ মাছ:আমিও তোমার মতই মাছ ঠিক
আছে।কিন্তু আমি জানি,তুমি
জাননা।পার্থক্য এতটুকোই।আমার এবিষয়ে হাক্কুল ইয়াকিন অর্জিত হয়েছে।কিন্তু তুমি এখোনো ইলমুল ইয়াকিনও অর্জন করতে পারনি।
লোভি মাছ: কিভাবে তোমার হাক্কুল ইয়াকিন
অর্জিত হল আমি কি একটু জানত
পারি।
আরিফ মাছ:অবশ্যই।আমি হাক্কুল ইয়াকিন কিভাবে অর্জন করেছি, তার কিছু আকর্ষণীয় অংশ তোমাকে বলব।
একদিন আমিও তোমার মতই ক্ষুদার্ত ছিলাম।হঠাৎ সামনে দেখি,লোভনীয় একপ্রকার খাদ্য ঝুলতেছে। আমি লোভ সামলাতে না পেরে সেই টোপটি গিলে ফেলি। গিলে ফেলা মাত্রই উপর থেকে কে যেন হেচকা টান মারল।কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে,আমাকে উপরে তুলতে পারেনি,বরশী থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম।আমি উপরের দৃশ্য বিদ্যুৎ চমকানোর মত অল্প সময়ের জন্য দেখে ফেলেছি,এতে আমার হাক্কুল ইয়াকিন অর্জিত হয়েছে যে এই খাবার অবশ্যই আটকানোর ফাঁদ।
বাকি অংশ
লোভি মাছ : উপরে কি দেখেছো?
তত্বজ্ঞানি মাছ: উপরে দেখলাম গোল মাথাবিশিষ্ঠ একটি প্রাণী,যাদের রয়েছে দুটো হাত।হাতে একটি লাঠি এবং লাঠির মাথায় রয়েছে সেই ফাঁদ, যাতে আটকে গেলে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই।
0 comments:
Post a Comment