অনন্ত প্রেম:ভালবাসার সঠিক ব্যাবহার ১

 আমরা সবাই ভালোবাসার খোঁজে থাকি—কারো ভালোবাসা চাই, আবার কাউকে ভালোবেসে ফেলি। কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে, ভালোবাসার সর্বোচ্চ ও চূড়ান্ত যোগ্যতাসম্পন্ন একমাত্র সত্তা হলেন আমাদের প্রভু—আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা। যাঁর প্রেমে নেই কোনো ক্ষয়, নেই কোনো ধোঁকা কিংবা বিমুখতা। এই কবিতাটি সেই চিরন্তন ভালোবাসার দিকেই আহ্বান জানায়। এখানে আমি চেষ্টা করেছি হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা সেই অনুভবগুলোকে তুলে ধরতে—যেখানে অন্য সব প্রেম ম্লান হয়ে যায়, যদি তাঁর প্রেম হৃদয়ে জায়গা করে নেয়।

ভালোবাসো তাকে যার নেই কোনো ক্ষয়

অন্যকে ভালোবাসা সুধু অপচয়।। 

হৃদয়ের মনিকোঠায় তাকে সুধু রাখো

অন্য কেউ এলে তাকে বলে দাও,ভাগো!

জীবনের স্বাদ যদি পেতে চাও ভাই

তাকে ভালোবাসা ছাড়া  বিকল্প নাই। 

মনে রেখ তিনি ছাড়া সব কিছু ম্লান 

তাকে ভালোবাসো তবে তাজা হবে প্রান।।

তাঁর প্রেমে যদি ভিজে প্রাণের ঠাঁই,

জীবনের স্বাদ পাবে নিশ্চয় ভাই।

তিনি ছাড়া সবকিছু  আঁধারের ঠাই,

সব সুখ তার প্রেমে যথাযথ পাই।


Comments

Popular posts from this blog

আত্মার রহস্য ও আত্মশুদ্ধির পথ :লোকালয় ছেড়ে যাও গভীর বনে

চিরন্তন প্রেমের দিকে: একটি কবিতা