বিসমিল্লাহির রাহমানির রাহিম
আত্ম শুদ্ধির উপকরনসমূহ
১।সুন্নাতের অনুসরন এবং যাবতীয় খারাপ বেদআত থেকে দূরে অবস্থান করা।
প্রচলিত বেদআতসমূহ
*মিলাদ কিয়াম করা
= যদি মিলাদ কিয়ামকে শরিয়তের অংশ মনে করা হয় তাহল তা বেদআত।আর যদি চিত্ত বিনোদনের জন্য অথবা দুনিয়াবি কোনো সার্থে করা হয় তাহলে তা পাগলামি।
= মিলাদের মধ্যে কিয়াম না করে মিলাদ মাহফিল অনুষ্ঠান করা জায়েজ, তবে শর্ত রয়েছে।শর্ত মেনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলে হক্কানি উলামায়ে কেরাম গনও তা জায়েজ বলেছেন।
= মিলাদ মাহফিল জায়েজ হওয়ার শর্ত--
(ক) মাহফিলে হযরত নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনি থেকে পাঠ করে অথবা বয়ান করে শুনাবে।
(খ) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর যত বেশি মন চায় সহিহ হাদিসে শিখানো দরুদ শরীফ পাঠ করবে।কোনো বানোয়াট দরুদ পরবে না।
(গ)মাহফিলের ভাব গাম্ভির্য বজায় রাখবে।আল্লাহর প্রতি গভীর মনোযোগ রাখবে।
(ঘ) লোকদেরকে সুন্নত এবং কিছু জুরুরি মাসআলা শিক্ষা দেওয়া হবে।
0 comments:
Post a Comment