আবেগের বহিঃপ্রকাশ

হে প্রভু—আমি আমার আমলের দিকে তাকালে জাহান্নাম ছাড়া অন্য কিছু দেখতে পাইনা। আমি জানি যদি আমার হিসাব নেন—নিঃসন্দেহে আমি জাহান্নামি হয়ে যাবো। তবে আপনার কাছে, একটাই সুধু মুনাজাত করি—আমার সমস্ত আমলের বিনিময়ে সুধু এতটুকুই চাই।আমি জাহান্নামি হলে এই খবর যেন আমার আপন পরিচিতজনেরা জানতে না পারে,কারন তারা জানে আমি খুবই ভালো মানুষ।ফেরেশতার মতো।আমার সমস্ত আমলের বিনিময়ে তখন সুধু এতটুকুই চাইবো।এটাই আমার জন্য হাজারো জান্নাতের থেকে বড় পাওয়া হবে। আমিতো সেই মানুষ—যে ব্যাক্তি গুনাহের ব্যাপারে খুবই দুঃসাহস দেখিয়েছে,যেকারনে বিপদের উপর বিপদের আশংকা হচ্ছে। আমি আপনার সাথে কৃত কোনো একটি প্রমিজড ও পালন করতে পারিনাই।সব ওয়াদা অঙ্গিকার ভঙ্গ করে ফেলেছি।যদি একারনে আমাকে শাস্তি দেন,তাহলেতো আমি আমার পাওনা শাস্তি পেলাম,আর যদি মাফ করে দেন সবকিছু,জানি তা আপনার কাছে অসম্ভব নয়,কিন্তু সেটা সুদূর পরাহত মনে হয়,আমার জঘন্ন সব পাপের কারনে। যদি আমি ক্ষমা পেয়েও যাই,তবুও আমি নিজেকে শান্তনা দিতে পারব বলে মনে হয়না,আমার পাপের প্রচন্ডতার কারনে। আমিতো সেই পাপি, যার পাপ আসমান অতিক্রম করেছে।আমি অহংকারি।শয়তানের থেকেও খারাপ এবং জঘন্ন। কিন্তু এই অবস্তায়ও আমি আপনার রহমতের দিকে তাকিয়ে থাকি,আমি আমি তাকিয়ে থাকবো আপনার রহমতের দিকে ততদিন যতদিন না আপনি আমাকে দরবার থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেন।তখনই কেবল আমি নিরাশ হতে পারি। কিন্তু আমি আশা রাখি আমার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন।ওয়াদা অঙ্গিকার ভঙ্গ করেছি,সেজন্যও ক্ষমা চাই। আয় আল্লাহ,আমাকে মাফ করে দিন।আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন,নফসকে অপদস্ত করে দিন।শয়তানকে হতাশ এবং নিরাশ করে দিন।আপনার এবং আমার শত্রু শয়তানকে বিজয়ী হতে দিবেন না।ওকে পরাজিত এবং অপদস্ত করুন। নিশ্চই আমার সহ জগত বাসির সবার যার যার অবস্তা আপনি জানেন আর সে জানে।
Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment