মৃত্যুর শরাব
নেক লোকের জন্য মৃত্যু শরাবের মত
বদ লোকের জন্য তাহা খুবই বিষাক্ত।
নেক লোকের কাটে বহু প্রতিক্ষার প্রহর
বদলোকের জন্য তাহা ভয়ংকর কঠোর।
কবর হল মুমিনের শান্তি নিকেতন
ফেরেশতাদের আনাগোনায় ভরবে তাহার মন
পরম প্রিয় প্রভুর প্রেমে থাকবে সদা মজে
হুরেরা সব তাহার জন্য থাকবে সদা সেজে।
মন মাতানো দৃশ্য দেখে ভরবে মনো প্রাণ
কেয়ামতের কঠোরতা হবে তাহার আছান
0 comments:
Post a Comment