পরিপূর্ণ মানবতা:চুড়ান্ত সফলতার ডাক (১ম পর্ব)

 পরিপূর্ণ মানবতা:চুড়ান্ত সফলতার ডাক

ভুমিকা :মানুষ সুধুমাত্র শারীরিক কাঠামোর নাম নয়,মানব শরীর তো কেবল কিছু কেমিক্যালের সমষ্টি ছাড়া কিছু নয়। তাহলে পরিপূর্ণ মানুষ আমরা কাকে বলব?

উত্তর :তারা আপনাকে রুহ সম্পর্কে জিগ্যেস করে!বলুন রুহ আমার পালনকর্তার আদেশ ঘটিত।(বনি ইসরাইল) 

কুরআন শরীফের আয়াত দ্বারা প্রমানিত যে,মানুষের মধ্যে রুহ নামক একটা আশ্চর্য জনক জিনিস রয়েছে। এই রুহ আসলে কি?

উপরুক্ত আয়াতের সাথেই আল্লাহ তায়ালা বলেন,রুহ সম্পর্কে তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়া হয়নি,তবে অল্প পরিমাণ দেওয়া হয়েছে। (বানি ইসরাইল) 

এই রুহ যে আসলে কি তা আমরা জানিনা,তবে আল্লাহ তায়ালা যতটুকু জানিয়েছেন ততটুকু জানি।

শরীর এবং রুহের সমষ্টি মিলে একটি পরিপূর্ণ মানুষ গঠিত হয়। আমরা যে খাবার খাই,এগুলো বায্যিক শরীরকে পুষ্ট করে।অনুরুপভাবে রুহেরও খাবার রয়েছে, রুহের খাবার হল নামাজ, রোজা, যিকির আযকার,তালিম তরবিয়ত, ইলম ইত্যাদি।

নবীরসুল (আলাইহিমুসসালামগন) গনের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য :

উপরুক্ত রুহানী জাগরণ এবং খেদমত আঞ্জাম দেওয়ার জন্যইপৃথিবীতে নবী রসূল দের আগমন হয়েছিল?আমরা লক্ষ করলে দেখতে পাব একমাত্র নবী রসূল দের শিক্ষা ব্যাতিত অন্য সমস্ত শিক্ষাই এই ক্ষণস্থায়ী দুনিয়াতেই কেন্দ্রীভূত।একমাত্র নবীদের দেওয়া শিক্ষা হল রুহানি, আধ্যাতিক,এবং পরবর্তী জগত বিষয়ক।

উপরুক্ত আলোচনা থেকে আমরা অনুধাবন করতে পারি নবী রসূল প্রেরনের উদ্দেশ্য আসলে কি?

নবী রসূল দের শিক্ষার মধ্যে যেসমস্ত শিক্ষা রয়েছে, তারমধ্যে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা হল,

১।পৃথিবীতে মনুষ্য জাতি সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য জানানো।

২।শুধু শরীর নয় মানুষের আত্মাওযে বিকশিত হতে পারে,উচ্চ মর্যাদা সম্পন্ন হতে পারে, সেই শিক্ষা দেওয়া। 

৩।হেকমত শিক্ষা দেওয়া। (এখানে হেকমত ব্যাপক অর্থবোধক একটি  শব্দ। 

৪।কুরআনের গভীর তত্বজ্ঞান শিক্ষা দেওয়া। যার মধ্যে দুনিয়া  এবং আখিরাত সৃষ্টির রহস্য এবং সৃষ্টিকর্তার যাতে পাক(ইসমে আজম)এবং সিফাত(গুনাবলী)শিক্ষা দেওয়া।  


Share on Google Plus

About হৃদয়ের প্রশান্তি

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment