সকলের সূর্য উঠে পাখি ডাকা ভোরে
আরিফ কুলের সূর্য উঠে রাত গভীরে।
সকলেই পরে থাকে গভীর ঘুমের ঘরে,
আরিফ রা জেগে থাকে রবের স্মরনে।
অন্ধকার গহীন হলে আরিফ চেহারায়,
পূর্নিমার চাঁদের মতো নূর চমকায়।।
চোখে মুখে ভয়ের ছাপ নাজানি কি-হয়,
কেয়ামতের কঠিন দিনে শিক না লাগে পায়।
যদি তোমার চোখ পড়ে তাদের চেহারায়,
অভিভূত হবে তুমি তব পূর্নতায়।
যত দেখবে তত ভরবে মনটা তোমার
এখন থেকেই শুরু হোক সেই পথ চলা।
রাতের আঁধার যখন ঘন গভীর হয়,
আরিফদের সাথে চাঁদ ও জেগে রয়।।
0 comments:
Post a Comment